TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ঘরে বসে লাইভে দেখুন বেলুড়মঠের পুজো

বেলুড়, ২২ অক্টোবর, ২০২০ঃ করোনা আবহে এবছরের পুজো একটু অন্যরকম। হাইকোর্টের রায় এবারের পুজো দর্শকশূন্য। অবশ্য বেলুড়মঠ আগেই ঘোষণা করেছিল এবছরে পুজোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। উদ্যোক্তাদের মধ্যে সর্বাধিক ১৫ জন প্রবেশ করতে পারবে। তবে ওয়েবসাইটে দেখা যাবে বেলুড়মঠের পুজো। ফেসবুক লাইভে, ইউটিউবে দেখা যাবে চলতি বছরের বেলুড়মঠের পুজো।

আরও পড়ুন

www.belurmath.org, belurmath.tv, Ramakrishna Math & Ramakrishna Mission, Belur Math পেজে সরাসরি পুজো দেখা যাবে। সরাসরি সম্প্রচার করা হচ্ছে চলতি বছরের পুজো। ১৯০১ সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ এই পুজো শুরু করেন। ১১৯ বছরে পদার্পণ করল এই পুজো। ১৯৪২ থেকে ২০০০ সাল পর্যন্ত পুজো হয়েছে মূল মন্দিরে। এরপর পুজো হয় মন্দিরের মাঠের সামনে। এবার করোনা আবহে ফের পুজো হচ্ছে মূল মন্দিরে। যদিও দর্শনার্থীদের পুজো দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।