TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

স্কুল খুলতেই বিপত্তি, করোনা আক্রান্ত দুই শিক্ষক

প্রায় দেড় বছর সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকার পর নভেম্বর মাস থেকে আংশিকভাবে স্কুল কলেজ চালু হয়েছে।  অফলাইনেক্লাস শুরু হয়েছে।  কিন্তু ক্লাস শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ফের করোনা আক্রান্ত হলেন দুই শিক্ষক।

 

বর্ধমানের পূর্বস্থলীতে এই খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে।  এই কারণে আরও একবার স্কুলের দরজা বন্ধ করা হল৷

 

 

তবে দুজন শিক্ষক আক্রান্ত হয়েছেন তাই নয় অন্য শিক্ষকদের মধ্যে সর্দি-কাশির উপসর্গ দেখা দিয়েছে।  ইতিমধ্যেই অভিভাবকরা পড়ুয়াদের নিয়ে খুবই চিন্তিত।  মঙ্গলবারে খবর প্রকাশ্যে আসতেই  নীলমণি ব্রহ্মচারী ইন্সটিটিউট বন্ধ করে দেওয়া হয়।

 

অভিবাবকরা পড়ুয়াদের করোনা পরীক্ষা করাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

 

 

স্কুল ইতিমধ্যেই স্যানিটাইজ  করার কাজ শুরু হয়ে গিয়েছে।  স্কুলের অশিক্ষক কর্মী জানিয়েছেন, এক শিক্ষক স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর করোনা আক্রান্ত হবার খবর জানান এবং অন্য আরেকজন শিক্ষক বহুদিন ধরে জ্বরে ভুগছেন।

 

খাবারের তালিকায় ঘাস, পাতা আর কাঠ! দশ বছর এই খেয়েও দিব্যি বেঁচে এই পৌঢ়

দুজনেই করোনা আক্রান্ত।  বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এবং ওই দুই শিক্ষকের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে