TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাংলার সঙ্গে লুকোচুরি খেলছে ঠাণ্ডা, জেনে নিন আজকের আবহাওয়া আপডেট

বঙ্গ নিউস, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ ঠাণ্ডা পরেও পড়ছে না। কুয়াশার ঘনঘটা থাকলেও ঠাণ্ডার দেখা নেই। সেইসঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। সকালের দিকে হালকা ঠাণ্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ দের মতে কুয়াশাই কাটা হয়ে দাঁড়াচ্ছে শীতের পথে। তবে সপ্তাহের শেষে শীতের আগমন বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ চড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

সকালে কুয়াশা থাকলেও কুয়াশা সরে যেতেই বাতাস উষ্ণ হয়ে যাচ্ছে ফলে শীতের দেখা পাওয়া যাচ্ছে না। আরও ২ দিন কুয়াশার দাপট থাকবে বলে মনে করছে হাওয়া অফিস। তবে আগামী শুক্রবার থেকে ঠাণ্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।