TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

‘ভারতের মুসলিমরাও পাকিস্তানের জন্য ভোট দিয়েছিলেন’, কুর্সি বাঁচাতে মরিয়া ইমরান খান

নিজের কুর্সি বাঁচাতে এবার ভারতীয় মুসলিমদের প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দাবি করলেন, ভারতের মুসলিমরা পাকিস্তান তৈরির জন্য ভোট দিয়েছিলেন। কারণ তাঁরা ‘রিয়াসত-ই-মদিনা’-র ভিত্তিতে তৈরি দেশ দেখতে চেয়েছিলেন।

অনাস্থা ভোটের মুখে পড়তে চলেছেন ইমরান। এই পরিস্থিতিতে নিজের ক্ষমতা দেখানোর কোনও কসুর ছাড়ছেন না। এমনই পরিস্থিতি হয়ে উঠেছে যে ইমরানের ভাষণে ভারতের কথা উঠে এসেছে। ইসলামাবাদের এক বিশাল জনসভায় ইমরান বলেন, ‘আজ ২০ কোটি মুসলিম ভারতে আছেন। ভারতে যে মুসলিমরা ছিলেন, তাঁরাও পাকিস্তানকে ভোট দিয়েছিলেন। তাঁরাও রিয়াসত-ই-মদিনার ভিত্তিতে তৈরি দেশ দেখতে চেয়েছিলেন।’

তবে এই প্রথম নয়, নিজের কুর্সিতে বাঁচাতে আগেও ভারতের প্রসঙ্গ উত্থাপন করেছেন ইমরান। গত সপ্তাহেই ভারতের বিদেশ নীতির প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘আমরা একটি স্বাধীন দেশ চাই। আমার দেশের বিদেশ নীতি আমার দেশের লোকেদের কল্যাণের জন্য হবে। আজ আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রশংসা করছি। ওদের বিদেশনীতি সবসময় স্বাধীন থেকেছে। আজ ওদের সঙ্গে আমেরিকা জোটে আছে। কোয়াডের মধ্যে আমেরিকা জোটসঙ্গী হয়ে আছে। নিজেদের নিরপেক্ষ বলে থাকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার থেকে তেল আমদানি করছে। কারণ নিজেদের নাগরিকদের কল্যাণের জন্য তৈরি হয়েছে ভারতের নীতি।’

 

বাধ্যতামূলক জাতীয় সংগীত, উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় ঐতিহাসিক নিয়ম লাগু

ইমরান দাবি করেন, তাঁর জোট সরকারকে উৎখাত করার ‘ষড়যন্ত্র’ করছে বিদেশি শক্তি। ইসলামাবাদের জনসভা থেকে তিনি বলেন, ‘বিদেশি অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকারকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের মানুষকে ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই না জেনে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছেন।’