TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার পুজোয় করোনার দোসর বৃষ্টি

করোনা আবহে পুজোর আনন্দ ম্লান হলেও রাজ্য সরকার পুজোর অনুমতি দিতেই সেজে উঠছিল তিলোত্তমা। কিন্তু বাংলা ছেড়ে যেতেই চাইছে না বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে অষ্টমী, অর্থাৎ ২২ থেকে ২৪ অক্টোবর বাংলার আকাশে থাকতে পারে কালো মেঘ। বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিভিন্ন জেলায়। ১৯ অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা করেছে আবহাওয়াবিদরা। নিম্নচাপের অভিমুখ ওড়িশা-অন্ধ্র হলেও, বাংলায় আংশিক প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। যার জেরেই এবারের পুজোতে করোনার দোসর বৃষ্টি।

আরও পড়ুন কারচুপি রুখতে গ্যাস সরবরাহে কড়া পদক্ষেপ

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি।