Home আবহাওয়া পুজোর পর লা নিনার জেরে শৈতপ্রবাহ

পুজোর পর লা নিনার জেরে শৈতপ্রবাহ

by banganews

এবছর দুর্গা পুজোয় থাকছে নিম্নচাপ একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর৷ এখন জানা যাচ্ছে, লা নিনা শুরু হওয়ার কারণে বঙ্গোপসাগরের ওপর আবারও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে এবছর প্রবল শৈত্যপ্রবাহ থাকবে৷ অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মধ্যেই হাড়হিম করা শীতের আমেজ টের পাওয়া যাবে৷ করোনা আবহে শৈতপ্রবাহের পূর্বাভাস সত্যি হলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই আগাম সাবধানতা, সতর্কতা জরুরি৷

আরও পড়ুন আবিষ্কার হল আদিম মানুষের পায়ের ছাপ

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আগামীকাল ১৯ অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার সম্ভাব্য অভিমুখ ওড়িশা-অন্ধ্র হলেও, বাংলার এর আংশিক প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। এই নিম্নচাপের জেরে ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

You may also like

Leave a Reply!