TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সন্তানকে বাঁচাতে সাপের সাথে ইঁদুরের লড়াই ( Video )

মায়ের কোনো বিকল্প হয় না সে মানুষই হোক বা পশু পাখি। মায়ের কোনো জাত হয় না। প্রাণীজগতে মায়ের স্নেহ ভালোবাসা মানুষের থেকে অনেকাংশেই বেশি। অনেক সময় দেখা গেছে কুকুর নিজের বুকের দুধ খাইয়ে লালন পালন করছে বিড়াল ছানা কে। কখনও বা নিজের প্রাণের মায়া ভুলে সন্তান কে বাঁচানোর জন্য ইলেকট্রিক তাঁরের উপর ঝাপিয়ে পড়ে মা হনুমান। সোশ্যাল মিডিয়ায় এরকম ঘটনা প্রায়ই সামনে আসে। এবার প্রকাশ্যে এল সাপের সাথে ইদুরের লড়াইয়ের ভিডিও। সন্তানকে বাঁচাতে সাপের সাথে ইঁদুরের লড়াই যা নেটিজেনদের নজর কেড়েছে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দা একটি ভিডিও নিজের ট্যুইটার একাউন্টে একটি ৪১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন, যেখানে একটি সাপ মুখে করে একটি ইঁদুরের বাচ্চা কে নিয়ে যাচ্ছে কিন্তু যতবারই সাপটি এগোনোর চেস্টা করছে ততবার মা ইঁদুর সাপটির লেজ ধরে টানছে। সাপটি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে কিন্তু মা ইঁদুর হাল না ছেড়ে সাপটিকে টেনেই যাচ্ছে। অনেকক্ষণ ধরে লড়াইয়ের পর অবশেষে সাপটি হার মানে। সে বাচ্চা ইঁদুরটিকে ফেলে রেখে চলে যায়। সাপটি ভাবতে ইঁদুরটি তাকে এইভাবে হারিয়ে দেবে। সুশান্ত নন্দা ভিডিওটি পোস্ট করে লিখেছেন একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে তা এই ভিডিওটি দেখলেই বোঝা যায়। পৃথিবীতে মাতৃত্বের চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। প্রায় ৩ হাজার মানুষ এই ভিডিওটি দেখেছে। মায়ের ভালোবাসার থেকে বড় কোনো কিছুই নয় তা আরও একবার প্রমাণ হয়ে যায় এই ভিডিওটির মাধ্যমে।