TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ইরানকে বয়কট করতে তৈরি হচ্ছে বিশ্ব কুস্তিগীর মঞ্চ

তেহরান, ১৩ সেপ্টেম্বর, ২০২০: বিশ্বের ৮৫ হাজার কুস্তিগীর এবার ইরানকে বয়কট করতে কোমর বাঁধছে।
২৭ বছর বয়সী কুস্তিগীর নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর হল দক্ষিণ ইরানের একটি জেলে। বিশ্বের ৮৫ হাজার কুস্তিগীর আগেই ঘোষণা করেছিলেন, এই ঘটনা ঘটলে তাঁরা ইরানকে বয়কট করবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ আগেই এই তরুণ কুস্তিগীরের প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিলেন। একই অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু কারও কথাতেই কর্ণপাত করেনি ইরান।

আরও পড়ুন করোনামুক্ত হওয়ার পরও মেনে চলতে হবে এইসব গাইডলাইন

এবার বিশ্ব ক্রীড়া মঞ্চের কুস্তিগীররাও ইরানকে বয়কট করতে কোমর বেঁধে নামছেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ বলেছেন, ‘সারা বিশ্বের ক্রীড়াবিদদের আবেদন শোনা হল না। আইওসি, ইরানের অলিম্পিক কমিটি, বিশ্ব রেসলিং এবং ইরানিয়ান রেসলিং ফেডারেশনের অনুরোধও গ্রাহ্য করা হল না। এটা খুবই হতাশার ব্যাপার। নাভিদ আকফারির পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য আমাদের সমবেদনা রইল।’
ইরানের মারাত্মক মন্দা এবং দারিদ্র্যের প্রতিবাদে সরকারবিরোধী অসন্তোষের সময় এক সরকারি আধিকারিককে ছুরি মেরে খুন করেন নাভিদ আফকারি। ২০১৮ সালের সেই ঘটনার বিচারে মৃত্যুদণ্ড হল তাঁর। সরকারবিরোধী বিক্ষোভে সামিল হওয়ার জন্য নাভিদের দুই ভাইয়ের ২৭ এবং ৫৪ বছরের জেল হয়েছে।