TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা চিকিৎসায় রেমডিসিভির উপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বঙ্গ নিউস, ২১ নভেম্বর, ২০২০ঃ গিলেড সায়েন্সের সম্ভাব্য করোনা ভ্যাকসিন রেমডিসিভি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব সাস্থ্য সংস্থা। এই ওষুধ ব্যবহারে মৃত্যুর হার কমেছে বা রোগীর ভেন্টিলেশনের প্রয়োজন কমেছে এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সেই কারণে আপাতত রেমডিসিভিকে করোনা ভ্যাকসিন হিসাবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের ৩০টিরও বেশি দেশের ১১ হাজার ২৬৬ জন রোগীর উপর এই ওষুধের প্রয়োগ করে এই সিদ্ধান্তে এসছে হু।

আরও পড়ুন ATM ভেঙে লুঠ ১৩ লক্ষ টাকা, নেপথ্যে হরিয়ানা গ্যাং

যদিও এর আগে মার্কিন গবেষকরা দাবি করেছিল রেমডিসিভি মানব শরীরে করোনা ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে, এছাড়াও ফুসফুস সংক্রমণও রোধ করে, ফলে মৃত্যুর হারও কমে এই ওষুধ ব্যবহারে। করোনার কঠিন পরিস্থিতিতে বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল রেমডিসিভি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসাতেও এই ভ্যাকসিন ব্যবহার করা হয়েহিল। এবার এই ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।