TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

গেইলপুরের জাদুতে মগ্ন অনির্বাণ

গেইলপুরের গল্প দর্শককে মোহিত করেছে ইতিমধ্যেই। অভিনয়ের মতোই পরিচালনাতেও ছক্কা হাঁকিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। চেক শার্ট, ট্রাউজার্স, চশমায় আরও আত্মবিশ্বাসী তিনি। দর্শকদের মনের মধ্যে যেমন গেইলপুরের ছাপ থেকে যাবে বহুদিন তেমনি তা ছাপ রেখে গেছে তাঁর মধ্যেও। শহুরে বাংলার বদলে গেইলপুরের ভাষাতেই বেশী স্বচ্ছন্দ তিনি। চোখে মুখের অভিব্যক্তিতেও তা স্পষ্ট। তাই তিনি বলে উঠেছেন, ‘গেইলপুর অ্যাকসেন্ট ইজ সো সেক্সা!’ গেইলপুরের টানে ‘খেয়ে নেবে’ কে বলে উঠেছেন, ‘খাই নিবি’। ‘সে যেই হোক’ হয়েছে ‘সো যেউ হউক’। ‘দিয়ে দিয়েছি’ ‘দিয়ে দিটি’ আর ‘থাকলি না কেন?’ হয়েছে ‘রইলোনি কেনি’! ‘রাখছি’ হয়ে গিয়েছে ‘রাখিটি’। ভাষাতেও উষ্ণতা ছড়াচ্ছেন পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। হইচই-এর এই ওয়েব সিরিজের অভিনব প্রচারে তাই গেইলপুরের ভাষায় অবলীলায় কথা বলে গেলেন। তিনি তো গেইলপুরের প্রেমে মগ্ন। অনুরাগীদেরও তাই একই ভাবে এই সিরিজের প্রেমে পড়ার বার্তাও দিয়ে গেলেন তিনি। আঞ্চলিক ভাষার এই জাদু দর্শকদের কতটা ছুঁয়ে গেল সেই অপেক্ষায় গেইলপুর।

 

‘পাকা দেখা’ সারলেন সোহম সুস্মিতা

অনির্বাণ ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন, বাংলার কাজও সমানতালে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কাজকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। ‘মন্দার’ এর উপস্থাপনা সত্যিই বাংলা কাজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তুলেছে দর্শকদের।