TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আগামী সপ্তাহেই ভারতে আসছে রাশিয়ান ভ্যাকসিন

বঙ্গ নিউস, ১৬ নভেম্বর, ২০২০ঃ করোনা ভ্যাকসিন নিয়ে টানাপোড়েন চলছে। বিজ্ঞানীরা দিনরাত এক করে চেষ্টা করে চলেছে। করোনা ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে রয়েছে সিরাম ইন্সটিটিউট থেকে ভারত বায়োটেক। এরই মধ্যে ভারতে আসছে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি। এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পায় ডঃ রেড্ডিস ল্যাব। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই টিকা মানবদেহে ট্রায়ালের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন দীপাবলীতে লক্ষী এল ঘরে, লোকসান চিনের

আগামী সপ্তাহেই কানপুরের গণেশ শংকর বিদ্যার্থী মেডিক্যাল কলেজে আসছে এই প্রতিষেধকটি। কলেজের অধ্যক্ষ আর বি কমল জানিয়েছেন আগামী সপ্তাহ থেকেই এই প্রতিষেধকের ট্রায়াল শুরু হবে। তিনি আরও জানিয়েছেন এখনও পর্যন্ত ১৮০ জন স্বেচ্ছাসেবক এই ট্রায়ালে অংশ নিতে নাম নথিভুক্ত করেছে। প্রতিষেধকের ডোজ কতটা হবে তা নির্ধারণ করবেন রিসার্চ বিভাগের প্রধান সৌরভ আগরওয়াল। অধ্যক্ষ আরও জানিয়েছেন স্বেচ্ছাসেবকদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁদের দেখেই বিচার করা হবে এই প্রয়োগ সফল না ব্যর্থ। প্রতিষেধকটিকে মায়নাস ২০ ডিগ্রি থেকে মায়নাস ৭০ ডিগ্রির মধ্যে রাখা হবে। তবে সকলের জন্য কবে প্রতিষেধক আসবে সেই অপেক্ষায় রয়েছে দেশবাসী।