TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম বদল হতে চলেছে, অভিন্ন পরীক্ষার ভাবনা কেন্দ্রের

দিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২০ঃ নিজেদের মত করে দিল্লি, জওহরলাল নেহরু বিশ্ববিদ‌্যালয় বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভর্তি নেওয়া যাবে না। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না। অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পরিকল্পনা করতে পারে কেন্দ্র।

আরও পড়ুন রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে সৌরভ, জল্পনা তুঙ্গে

কেন্দ্রীয় বিশ্ববিদ‌্যালয়গুলির অধীন কলেজে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রবেশিকা পরীক্ষা বাধ্যতামূলক। এই প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে ন‌্যাশনাল টেস্টিং এজেন্সি। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে ভর্তি শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। ‘কমন অ‌্যাপটিটিউড টেস্ট’ এর মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়া হবে। কলেজে ভর্তির জন্য বোর্ডের দ্বাদশ শ্রেণির পাস নম্বর নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তার সমাধানে কেন্দ্রীয় সরকার একটি সাত সদস্যেরর কমিটি গঠন করে। সেই কমিটিই অভিন্ন প্রবেশিকার সুপারিশ করতে চলেছে।