TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ন্যূনতম আয় নিশ্চিতের পক্ষে সওয়াল রাষ্ট্রপুঞ্জের

বঙ্গ নিউস, ১৯ নভেম্বর, ২০২০ঃ করোনার প্রকোপে বিশ্বের অর্থনীতি প্রায় তলানিতে ঠেকেছে। অর্থনীতিকে চাঙ্গা করতে ন্যূনতম আয়ের পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বিশ্বের প্রথম সারির অর্থনীতিবিদরা। যদিও সেই রাস্তায় পুরোপুরি হাটেনি কেন্দ্র। এবার সেই পথ অনুসরণের পক্ষে সওয়াল করল রাষ্ট্রপুঞ্জ। করোনার ধাক্কা সামলে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে সে বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জ। সেখানে ন্যূনতম আয়ের পক্ষে জোর সওয়াল করেছে রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুন প্রতিবন্ধী শংসাপত্রের জন্য ভিডিও কলেই শারীরিক পরীক্ষা

লকডাউনের জেরে কাজ হারানো সমস্ত দরিদ্র পরিবারের জন্য এই ন্যূনতম আয়ের পক্ষে সওয়াল করেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক তথা প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসু-র মত প্রথম সারির অর্থনীতিবিদরা। যদিও কেন্দ্রের পাল্টা বক্তব্য দেশের প্রায় ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিমার বন্দোবস্ত করা হয়েছে আয়ুষ্মান প্রকল্পে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শুধু খাবার কিংবা চিকিৎসা নিশ্চিত করা যথেষ্ট নয়, সংসার চালানোর জন্য যে ন্যূনতম খরচ তা অতিমারির সময়ে জোগাড় করা শক্ত। সেই যুক্তি উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও। রাষ্ট্রপুঞ্জের পূর্বাভাস, করোনার মূল ঢেউ পেরিয়ে যাওয়ার পরেও তার অভিঘাত থাকবে বহু দিন। এই পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ওই দরিদ্রদের ন্যূনতম আয়ের ব্যবস্থা না করলে অর্থনীতিতে প্রাণ ফেরানো কঠিন বলে ওই আন্তর্জাতিক সংগঠনটির দাবি।