TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভ্যাকসিন বিতরণের কৌশল নির্ধারণে জরুরী বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

বঙ্গ নিউস, ২১ নভেম্বর, ২০২০ঃ করোনা ভ্যাকসিন কবে আসছে ভারতে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগামী বছরের প্রথমদিকেই ভারতে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। কিন্তু এই বিপুল জনসংখ্যার দেশে ভ্যাকসিনের চাহিদা কিভাবে পূরণ হবে, আগে কারা পাবেন ভ্যাকসিন, এই সংক্রান্ত বিষয় জরুরী বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের কয়েকজন সদস্য ও সচিব স্তরের কয়েকজন আমলা। কিভাবে বিতরণ করা হবে ভ্যাকসিন, কোল্ড স্টোরেজের কি বন্দোবস্ত হবে, তা নিয়েও কথা হয়েছে বৈঠকে।

আরও পড়ুন পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার এর নিয়ম বদল

ভ্যাকসিন বিতরণের পাশাপাশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া কতদূর তাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে পাঁচটি সংস্থা ভারতে ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে। এর মধ্যে কিছু সংস্থার ট্রায়াল প্রায় চূড়ান্ত পর্যায়। এদিকে কেন্দ্র ৩০ কোটি ভ্যাকসিন প্রাপকের তালিকাও তৈরি করে রেখেছে।