Home দেশ করোনা ভ্যাক্সিন একেবারে শেষ পর্যায় – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

করোনা ভ্যাক্সিন একেবারে শেষ পর্যায় – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

by banganews

আজ ৩১ ডিসেম্বর ২০২০ ৷ মহামারীর আতঙ্ক ছড়ানো একটা বছর এর শেষ দিন আজ৷ নতুন বছরের আনন্দ হয়ত আছে কিন্তু সেইসঙ্গে মনে একটাই প্রশ্ন৷ ভ্যাক্সিন কবে আসছে?  করোনা ভ্যাক্সিন পাওয়ার অপেক্ষায় দিন গুনেছে সকলে৷ ইউরোপের বেশ কিছু দেশে ইতিমধ্যেই ভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে৷ অবশেষে বছরের শেষ দিনে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন ভারতে তৈরি হওয়া ভ্যাক্সিন প্রায় প্রস্তুত। টিকাকরণের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়।

বৃহস্পতিবার গুজরাতের রাজকোটে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অফ মেডিক্যাল সাইন্সেস (এইমস)-এর শিলান্যাস করেন নরেন্দ্র মোদি৷ এই অনুষ্ঠানে তিনি বললেন, ” দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন কমছে৷ ভারতে কোভিড-১৯ এর টীকাকরণের প্রস্তুতির শেষ পর্যায়৷ দেশের মানুষ ভারতে তৈরি হওয়াই টীকা পাবে৷ চেষ্টা করা হচ্ছে যাতে দেশের প্রতিটি কোনায় এই টীকা পৌঁছে দেওয়া যায়৷ আমরা চেষ্টা করছি আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় করোনা টীকাকরণ কর্মসূচি চালনোর৷ ২০২০ আমাদের শিখিয়ে দিয়েছে যে, স্বাস্থ্যই সম্পদ৷ ভীষণ চ্যালেঞ্জিং একটা বছর ছিল এটা৷ আগে আমি বলেছিলাম যে, দাওয়াই নেই তো ঢিলাই নেই৷” অর্থাৎ ভ্যাক্সিন না পাওয়া পর্যন্ত বিধি নিষেধ মানতেই হবে৷ করোনাকে সম্পূর্ণ হারাতে হলে ২০২১-এ আমাদের মন্ত্র” দাওয়াই ভি অউর কড়াই ভি ” অর্থাৎ ওষুধও থাকবে, সতর্কতাও থাকবে৷

১ জানুয়ারি থেকে আসছে সরল জীবন বিমা, পাবেন একাধিক সুবিধা
দেশে করোনা টীকা নিয়ে আসছে ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আগামীকাল বিশেষজ্ঞরা ফের বৈঠকে বসবেন৷ তথ্যের ভিত্তিতে এই বৈঠকে সবুজ সঙ্কেত পাওয়া গেলেই ভ্যাক্সিন পাঠানো হবে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-র(ডিসিজিআই) কাছে৷ শেষ ধাপ সম্পূর্ণ হলে জানুয়ারি থেকেই করোনার টীকাকরণ শুরু করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল৷

You may also like

Leave a Reply!