TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পেঁয়াজের দাম উঠল ১০০য়ে, পুজোর মরশুমে হেঁশেলে টান মধ্যবিত্তের

কলকাতা, ২২ অক্টোবর, ২০২০ঃ  পুজো মানেই একটু খাওয়া-দাওয়া কিন্তু উৎসবের মরশুমেই পেয়াজের দাম আকাশছোঁয়া। কিলো প্রতি পেয়াজ বিকোচ্ছে ১০০ টাকায়। ফলে টান পড়েছে মধ্যবিত্তের হেঁসেলে। কিন্তু কেন এত দাম?  উত্তরে ব্যবসায়ীরা বলছে মূলত পেয়াজ আমদানি হয় মহারাষ্ট্র ও কর্ণাটক থেকে সেখানে দাম বাড়ায় এরাজ্যেও এর প্রভাব পড়েছে। সূত্রের খবর আপাতত দাম কমার কোনো সম্ভবনা নেই।

আরও পড়ুন বস্তা উৎপাদন না বাড়ালে বাড়তে পারে খাদ্যশস্যের দাম

আগে পেয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা কিলো। এখন বেড়ে ১০০ হয়ে গেছে, ফলে পেয়াজের ঝাঁঝে জেরবার সাধারণ মধ্যবিত্ত। এই মূল্যবৃদ্ধির জন্য প্রকৃতিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। চলতি বছরে বর্ষাকালের পরেও ভারী বৃষ্টির কারণে ফসলে পচন ধরেছে। পাশাপাশি ফসল বুনতেও দেরি হয়েছে। যদিও আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত পেয়াজ আমদানি শিথিল করেছে কেন্দ্র। আশা করা হচ্ছে খুব শীঘ্রই কমতে পারে পেয়াজের দাম।