TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সন্তানের বুদ্ধি হয় মায়ের জিন থেকে, বলছে গবেষণা

সন্তানের বৌদ্ধিক নির্মাণে মায়ের জিনের ভূমিকা সবথেকে বেশি। অর্থাৎ সন্তানের মাথায় যে বুদ্ধি তৈরি হয় তা বাবার থেকে নয় আসে মায়ের থেকে। এমনই বলছে গবেষণা। পরবর্তী প্রজন্মের বেড়ে ওঠার সময় তার স্বভাব – প্রবণতা কার মত তা বহুবার আলোচিত হয় প্রতিটি পরিবারেই। শিশুর শারীরিক গঠনে পিতার দিক থেকে আসা বেশ কিছু জিন ডমিনেন্ট হয়ে উঠলেও মানসিক সংগঠনে মায়ের ভূমিকা বেশি থাকে বলে মত বিশেষজ্ঞদের।

দেখুন ভিডিও