TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিনা পয়সায় চাল, ‘দুয়ারে দুয়ারে সরকার’ নতুন কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর

বঙ্গ নিউস, ২৩ নভেম্বর, ২০২০ঃ রাজ্যবাসীর জন্য আবারও পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছেন তৃণমুল সুপ্রিমো। যার ফলে উপকৃত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। ফের আরও একবার নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে দুয়ারে সরকার’। মুখ্যমন্ত্রীর কথায় আগামী ১ ডিসেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি থাকবে, বাঁকুড়া থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই প্রকল্পের আওতায় প্রতিদিন বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে প্রশাসনের তরফে ক্যাম্প করা হবে। মানুষ যে অভাব অসুবিধার কথা তুলে ধরবে সেই সমাধান সঙ্গে সঙ্গে করতে হবে। যদি প্রশাসনের কাছে তৎক্ষণাৎ সমাধান না থাকে তবে একটি তালিকাভুক্ত করে যত দ্রুত সম্ভব সেই সমস্যার সামধান করতে হবে। আজ বাঁকুড়ার খাতড়ার প্রশাসনিক সভা থেকে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমুল সুপ্রিমো। তিনি বলেন কেন্দ্র বিভিন্ন প্রকল্পে নিয়োগ করে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর সেইসব ছেলেমেয়েদের আজ কাজে রাখছে না। এইভাবে বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে অনেক রাজ্যে বেতন কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একপয়সাও বেতন কাটেনি। মুখ্যমন্ত্রী আরও বলেছেন আগামী জুন অবধি তো বিনামূল্যে রেশন পাবেই, এমনকি এরপরেও বিনামূল্যে রেশন দেবে সরকার, তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন আগামী ক্ষমতাতেও তৃণমুল সরকার থাকবে, বিনামূল্যে রেশনও দেবে।