TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

স্বচ্ছ পদ্ধতিতে স্পেকট্রাম নিলামের ছাড়পত্র দিল কেন্দ্র

অতীতে কংগ্রেস সরকারের আমলে টেলিকম স্পেকট্রাম বন্টন নিয়ে আর্থিক কেলেঙ্কারি চরমে উঠেছিল। এবার স্বচ্ছ ভাবে স্পেকট্রাম নিলামের ছাড়পত্র দিল কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে টেলি যোগাযোগ দপ্তরের স্পেকট্রাম নিলামের অনুমোদন দেওয়া হয়েছে। সমস্ত সফল টেলিকম সংস্থাগুলি এই নিলামে অংশ নিতে পারবে। বাণিজ্যিক মোবাইল সংস্থাগুলির জন্য এই স্পেকট্রাম বন্টন করা হবে। সাংবাদিক বৈঠকে এদিন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন ‘চলতি মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আগামী মার্চের মধ্যেই সমস্ত নিলাম সেরে ফেলা হবে’। স্পেকট্রাম বন্টন প্রক্রিয়া স্বচ্ছ ভাবেই করা হবে বলে দাবি করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

সপ্তাহান্তে হাড়কাপানো ঠাণ্ডায় কাঁপবে বঙ্গবাসী

এ প্রসঙ্গে জাভেড়েকর বলেছেন স্পেকট্রাম ব্যবহারের সুযোগ দেওয়ায় গ্রাহকরা উন্নতমানের টেলিকম পরিষেবা পাবেন। ফলে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। কেন্দ্রের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ২০ বছরের জন্য স্পেকট্রাম বন্টন করা হবে। এক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৯২,৩৩২.৭ কোটি টাকা। নিলামে অংশগ্রহণকারী সংস্থাগুলিকে বিভিন্ন শর্ত পালন করতে হবে, যার মধ্য দিয়ে তারা সর্বোচ্চ কতটা স্পেকট্রাম ব্যবহার করতে পারবে তা নির্ধারিত হবে।