Home আবহাওয়া সপ্তাহান্তে হাড়কাপানো ঠাণ্ডায় কাঁপবে বঙ্গবাসী

সপ্তাহান্তে হাড়কাপানো ঠাণ্ডায় কাঁপবে বঙ্গবাসী

by banganews

বঙ্গ নিউস, ১৭ ডিসেম্বর, ২০২০ঃ ধীরে ধীরে বঙ্গে প্রবেশ করছে কনকনে ঠাণ্ডা। আগামীকাল থেকেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে৷ নামবে উষ্ণতার পারদ এবং সপ্তাহান্তে হাড়কাপানো ঠাণ্ডায় কাঁপবে বঙ্গবাসী৷ সামনেই আসছে পিঠে, পুলি, পায়েস খাওয়ার দিন৷ এই সময় ঠাণ্ডা পড়লে জমে যাবে পৌষ পার্বন।

আরও পড়ুন ৪০০ বছরের ইতিহাসে ছেদ, চলতি বছরে ২৫ ডিসেম্বর খুলছে না ব্যান্ডেল চার্চ এর দরজা

এতদিন ধরে সকালের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হলেও, বেলার দিকে গায়ে গরম জামা রাখা দুস্কর হয়ে পড়ত। বৃহস্পতিবার সকালে হালকা মেঘাচ্ছন্ন কুয়াশা ঘন পরিবেশ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বারের ন্যায় এবার একটু বেশি থাকবে ঠাণ্ডার আমেজ এবং স্থায়ী হবেও বেশি দিন।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷

You may also like

Leave a Reply!