TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

অগাস্টে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

লকডাউনে সমস্ত ব্যাঙ্ক খোলা থাকলেও ব্যাঙ্কগুলির কাজের সময়ে বেশ কিছু পরিবর্তন হয়েছিল। আনলক জারি হওয়ার পর থেকেই পূর্ব নির্ধারিত সময়েই খুলছে সমস্ত ব্যাঙ্কের শাখা। অগাস্ট মাসে শনিবার, রবিবার এবং বিভিন্ন ছুটির দিন গুলি ধরে মোট ১৩ দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

১ অগাস্ট – বকরি ইদ

৩ অগাস্ট – রাখী পূর্নিমা

৮ অগাস্ট- দ্বিতীয় শনিবার

৯ অগাস্ট – রবিবার

১১ই অগাস্ট – জন্মাষ্টমী

১২ অগাস্ট- জন্মাষ্টমীর জন্য এইদিন আহমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যে কী কী বন্ধ থাকছে, কীসে ছাড় দেখে নিন তালিকা

১৩ অগাস্ট- প্যাট্রিয়টিক দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ অগাস্ট ঃ স্বাধীনতা দিবস এবং

২২ অগাস্ট: গণেশ চতুর্থী উপলক্ষে এইদিন আহমেদাবাদ, বেলাপুর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৯ অগাস্টঃ কর্মা পুজো উপলক্ষে এবং

৩১ অগাস্টঃ ইন্দ্রযাত্রা ও তিরু ওনাম উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।