Home দেশ আগামী কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

আগামী কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

by banganews

আগামিকাল থেকে বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ দেশের বিভিন্ন শহরে বৃহস্পতিবার থেকে একটানা ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ বর্তমানে গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking) পরিষেবা ব্যবহার করছেন অনেকে৷ তবুও মাঝেমধ্যেই যেতে হয় ব্যাঙ্কের শাখায়৷  চলতি মাসে শনিবার ও রবিবারের ছুটি মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

১৯ অগাস্ট ২০২১- মহরম হওয়ায় আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু- কানপুর, কলকাতা, লখনউ, মুম্বইয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
২০ অগাস্ট ২০২১- মহরম ও প্রথম ওনাম উপলক্ষ্যে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি
২১ অগাস্ট ২০২১- কোচি ও কেরলে ব্যাঙ্ক বন্ধ।
২২ অগাস্ট ২০২১- রাখিবন্ধন,আর  রবিবার তাই   ব্যাঙ্ক বন্ধ
২৮ অগাস্ট ২০২১ –  মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
২৯ অগাস্ট ২০২১ – রবিবার
৩০ অগাস্ট-  জন্মাষ্টমী হওয়ায় আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
৩১ অগাস্ট কৃষ্ণ অষ্টমী উপলক্ষ্যে হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

You may also like

Leave a Reply!