TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শিবরাত্রিতে ভক্তদের জন্য খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

ভক্তদের জন্য সুসংবাদ। শিবরাত্রির দিন থেকে ভক্তদের জন‍্য খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এতদিন মন্দির খোলা থাকলেও করোনা পরিস্থিতির জন‍্য ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। গর্ভগৃহের বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালছিলেন ভক্তরা। এবার শিব রাত্রির দিন থেকেই ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে পারবেন।

শিবরাত্রি উপলক্ষ‍্যে সারারাত তারকেশ্বর মন্দির খোলা থাকবে বলেও জানিয়েছেন মন্দির কতৃপক্ষ। প্রসঙ্গত, দুবছর আগে করোনার কারণে মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তীকালে মন্দিরের দরজা ভক্তদের জন‍্য খুলে দেওয়া হলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। স্বাভাবিক ভাবেই মন্দির কতৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি ভক্তরা। তবে সরকারি বিধিনিষেধ অনুযায়ী মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ করা যাবে না।

 

আজ শুধুই Tuesday নয় TWOsday ও, কিন্ত কেন? জেনে নিন আসল রহস্য

শিবরাত্রিতে প্রতি বছরই তারকেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে৷ করোনার কারণে গত বছর সেই ছবি দেখা যায়নি। মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়ায় এ বছর ফের শিবরাত্রির চেনা ছবি ফিরতে পারে তারকেশ্বরে।