TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

‘মনপাখি’র ডানায় ভর করে ওপার বাংলায় অর্পণ

বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে অর্পনের কোন ‘গডফাদার’ ছিল না। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বছর হঠাত্করেই খানিকটা হুজুগে পড়ে গিটার হাতে তুলে নিয়েছিল অর্পণ। ইঞ্জিনিয়ারিং তার পেশা হতে পারে কিন্তু নেশা তার গান। এভাবেই দিব্যি চলছিল জীবন কিন্তু 2019-এ বাংলাদেশের ‘Folk Studio Bangla’ থেকে মুক্তি পাওয়া গান ‘তুই মন বৃষ্টি’ গীতিকার অর্পণের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ইতিমধ্যেই ওপার বাংলায় গায়ক অর্পণ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। অঞ্জন আইচের ‘আগামীকাল’ সিনেমায় দুটো গান অর্পণের গাওয়া। পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে এখন সবই স্থগিত।

আরও পড়ুন : ‘সময়ের গান’-এ রূপঙ্করের ২৫ বছর উদযাপন

সম্প্রতি বাংলাদেশের বিখ্যাত পরিচালক মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘রুদ্র আসবে বলে’ একটি নাটকে অর্পণের গাওয়া ‘মনপাখি’ গানটি যথেষ্ট জনপ্রিয় হয়।এছাড়াও এপার বাংলায় প্রশ্মিতা পালের সাথে ‘ভিজে চোখ দেখা হোক’, ‘একটু দুঃখ দিবি’, ‘যতই তুই দিস ফাঁকি’, ‘পাশ ফেরা ভালোবাসা’, এবং লগ্নজিতা চক্রবর্তীর সাথে ‘মেঘ পাখি’ গানগুলি যথেষ্ট উল্লেখযোগ্য।