TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফুটবল ক্লাবে মাদক সরবরাহ করতো শৌভিক?

মুম্বই, ৪ সেপ্টেম্বর, ২০২০: মুম্বইয়ের বান্দ্রার একটি ফুটবল ক্লাবে মাদক সরবরাহের কারবার শুরু করেন শৌভিক চক্রবর্তী। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে আটক বশিত, জায়েদ আর ফৈয়াজকে জেরা করে উঠে এল এমনই তথ্য। এনসিবি আধিকারিকদের দাবি, শৌভিকের বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন ইলেকট্রনিক গেজেট থেকেও এর স্বপক্ষে প্রমাণ মিলেছে।

আরও পড়ুন :  রিয়া, স্যামুয়েলের বাড়িতে আজ আচমকা এনসিবি-র তল্লাশি

বান্দ্রার ওই নামজাদা ফুটবল ক্লাবে আবদুল বশিতের সঙ্গে পরিচয়, পরে বন্ধুত্ব তৈরি হয় শৌভিক চক্রবর্তীর। এরপর বসিতের মাধ্যমেই মাদক পাচারকারী কাইজান আহমেদের সঙ্গে পরিচয় হয় রিয়ার ভাইয়ের।
সূত্রের খবর, শৌভিক চক্রবর্তীর মাধ্যমে বলিউড তারকাদের কাছে পৌঁছনোর চেষ্টা শুরু করে বশিত, জায়েদ, ফৈয়াজরা।
শৌভিকের বন্ধু হিসেবে বলিউডের বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে হাজির হয়ে তারকাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ব্যবসা চালানোই তাদের মূল উদ্দেশ্য ছিল।

আরও পড়ুন : ফের ত্রাতা দেব, এবার থ্যালাসেমিক শিশুর পাশে

জানা যাচ্ছে, কোনও কোনও ক্ষেত্রে মাদক সরবরাহের মাধ্যম হয়ে কাজ করতেন শৌভিক নিজেও।
এবার শৌভিকের সূত্র ধরে তাঁর দিদি রিয়া চক্রবর্তীর ড্রাগযোগ খুঁটিয়ে দেখতে শুরু করেছেন এনসিবি আধিকারিকরা।