TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিজেপি বিরোধী লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়ে মমতাকে ফোন শরদ পাওয়ারের

বঙ্গ নিউস, ২০ ডিসেম্বর, ২০২০ঃ কেন্দ্রের একাধিক জনবিরোধী আইনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কৃষক আন্দোলন নিয়ে সরব সমস্ত বিরোধীদলগুলি। কৃষি আইন প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল, এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই আইনের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন পালিত হল শ্রদ্ধাঞ্জলি দিবস, মোদীজিকে চিঠি লিখলেন কৃষকরা

এবার শরদ পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয় কথা বলেন শরদ পাওয়ার। রাজ্যের ক্ষমতা খর্ব করার বিরুদ্ধে , মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। রাজ্যের ৩ পুলিস অফিসারের বদলি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারও একটি টুইট করে করে কেন্দ্রের ওই প্রচেষ্টাকে রাজ্যের অধিকারে নির্লজ্জ হস্তক্ষেপ বলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের আসতে পারেন এনসিপি প্রধান।