TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পিছিয়ে গেল জুনে, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, ২৩ ডিসেম্বর, ২০২০ঃ অবশেষে জুনেই হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনার প্রকোপে গত মার্চে বন্ধ হয় রাজ্যের সমস্ত স্কুল কলেজ। লকডাউন শেষে আনলক পর্বে অফিস, দোকান খুললেও ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে এখনও স্কুল চালু করেনি সরকার। এদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসেও কাটছাঁট করা হয়েছে।

আরও পড়ুন জঙ্গলমহলের জন্য আদৌ ফ্যাক্টর হবেন শুভেন্দু? প্রশ্ন দলের অন্দরেই

পরীক্ষা কবে হবে তা নিয়ে দীর্ঘ জল্পনা হয়েছে। অবশেষে জানিয়ে দেওয়া হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুনেই। জুনে পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার। একথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কোভিডের কারণে অনলাইনে ক্লাস চলছে। কিন্তু পরীক্ষা কবে হবে তা নিয়ে দুশ্চিন্তা ছিল পড়ুয়াদের। রাজ্য সরকারের এই ঘোষণা অনেকটাই স্বস্তি দিল পড়ুয়াদের।