TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে না গরমও; বলছে হাওয়া অফিস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে। যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে কমবে না গরম। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর৷

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ বৃষ্টির পরিমাণ কমায় ফের ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে নাজেহাল অবস্থা মানুষের৷

আরও পড়ুন পুজোর নিষেধাজ্ঞা কী কী? এল সরকারি নির্দেশিকা

এদিকে বিহারের উপর আরও একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বাংলার উত্তরে প্রবল বৃষ্টি হলেও, দক্ষিণে তার খুব একটা প্রভাব পড়েনি। তবে এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার এবং শুক্রবার দুই বঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তরের দার্জিলিং কোচবিহারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷