Home Onno Pujo 2020 পুজোর নিষেধাজ্ঞা কী কী? এল সরকারি নির্দেশিকা

পুজোর নিষেধাজ্ঞা কী কী? এল সরকারি নির্দেশিকা

by banganews

কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০২০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজো কমিটিগুলির বৈঠক হয়েছিল আগেই। তখন মৌখিক নির্দেশিকা মিলেছিল। আজ নবান্ন থেকে এসে গেল লিখিত নির্দেশিকা।
এবারের দুর্গাপুজো কেমন হবে, সে সম্পর্কে স্পষ্ট নির্দেশ জারি করে দিয়েছে প্রশাসন। পুজো উদ্যোক্তাদের জন্য পাঠানো এই নির্দেশিকায় বলা হয়েছে—

আরও পড়ুন মন্ডপ তৈরির অর্ডার পেয়ে আঁধারে আশার আলো দেখছেন শিল্পী স্বপন মিদ্যা

পুজো মণ্ডপ হবে যথেষ্ট খোলামেলা
উদ্বোধন খুব ছোট আকারে হবে
মণ্ডপে ঢোকা আর বেরনোর দুটো আলাদা দরজা রাখতে হবে
দর্শনার্থীরা কোথায় দাঁড়াবেন, তার মার্কিং করতে হবে
মাস্ক ছাড়া কেউ আসতে পারবেন না। মাস্ক ছাড়া কেউ এলে তাঁকে মাস্ক দিতে হবে। স্যানিটাইজারও বাধ্যতামূলক
স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়াতে হবে
অঞ্জলি, প্রসাদ বিতরণ বা সিঁদুর খেলার সময় ভিড় করা চলবে না
সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে না
বিসর্জনে শোভাযাত্রা চলবে না। এবছর কার্নিভালও হবে না।
এই বিধি মেনে দর্শনার্থীরা তৃতীয়া থেকেই ঠাকুর দেখতে পারবেন।

You may also like

Leave a Reply!