TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভারতে খুব শীঘ্রই শুরু হতে চলেছে রাশিয়ার করোনা ভ্যাকসিনের ট্রায়াল

দিল্লি, ১৭ অক্টোবর, ২০২০ঃ করোনা ভাইরাসের টিকা স্পুটনিক ফাইভ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ড রেড্ডি’স ল্যাব। এবার আইনি জটিলতা কাটিয়ে ভারতে শুরু হতে পারে রাশিয়ার করোনা ভ্যাকসিনের ট্রায়াল। ড. রেড্ডি’স ল‌্যাবের তত্ত্বাবধানেই শুরু হবে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল।রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ প্রকাশ্যে আসার পরই ড. রেড্ডি’স ল‌্যাব সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধে। ভ্যাকসিনের ট্রায়ালের অন্য আবেদন করে গত ৩ অক্টোবর।

আরও পড়ুন ছেলেকে নিয়ে এবার বেজায় বিপাকে মিঠুন চক্রবর্তী

কিন্তু ভ্যাকসিনটির সুরক্ষা সংক্রান্ত তথ্য দিতে না পারায় ট্রায়ালের অনুমতি খারিজ করে দেয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ফের ১৩ অক্টোবর ট্রায়ালের জন্য আবেদন করে ড. রেড্ডি’স ল‌্যাব । অবশেষে অনুমতি দিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ১৪০০ জন স্বেচ্ছাসেবীর শরীরে ট্রায়াল দেওয়া বলে সূত্রের খবর।