TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

রানের পাহাড় দিল্লি ক্যাপিট্যালস, বীরদর্পে লড়ল কলকাতা নাইট রাইডার্স

দুবাই, ৩ অক্টোবর : প্রথমে ব্যাট করে পাহাড় প্রমাণ রান দিল্লি ক্যাপিটালস(DC)-র। বীরদর্পে ব্যাট করলেন KKR-এর ব্য়াটসম্যানরা। যদিও শেষমেষ হারতে হল তাদের। তবে শেষ পর্যন্ত লড়াই করে বীরের মতো হেরেছে দীনেশ কার্তিকরা।

আজ প্রথমে ব্যাট করে ২২৮ রান তোলে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে ৩৮ বলে ৮৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। ৪১ বলে ৬৬ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন পৃথ্বী শ। ১৭ বলে ৩৮ রান করেন ঋষভ পন্থ। ফলে রানের পাহাড়ে চড়ে বসে দিল্লি ক্যাপিট্যালস।

আরও পড়ুন এবার শুধু পরিবারের সদস্যদের নিয়েই মল্লিক বাড়ির পুজো

জবাবে ব্যাট করতে নেমে একটু মনোবল হারাননি KKR-এর ব্যাটসম্যানরা। ২২গজে বীরের মতো লড়াই করে গেছে তারা। ইয়ন মর্গান, নীতিশ রানাদের দেখে কোথাও মনে হয়নি দিল্লির স্কোরবোর্ড তাদের চিন্তায় ফেলেছে। ম্যাচের শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে গেছেন কলকাতার ব্যাটসম্যানরা। ফলে খুব সহজেই দুশো রানের গন্ডি পেরিয়েছে তাঁরা। দিল্লির ২২৮ রানের জবাবে কলকাতার সংগ্রহ ২১০ রান। অঙ্কের বিচারে হেরেছে কলকাতা। তবে KKR-এর ব্যাটিং অর্ডার দেখিয়েছে তাদের স্কিল, দৃঢ়তা। তাই ম্যাচ হারলেও ফ্যানদের মন জয় করে নিয়েছেন দীনেশ কার্তিক, ইয়ন মর্গানরা।