TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা পরিসংখ্যানে স্বস্তি ; দেশজুড়ে কমেছে সক্রিয় রোগীর হার, বেড়েছে সুস্থতার হারও

বঙ্গ নিউস, ২৩ অক্টোবর, ২০২০ঃ করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। ইতিমধ্যেই সারাদেশে ১০ কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়ে গিয়েছে।। এই মুহুর্তে সারা দেশে দৈনিক করোনা পরীক্ষা হচ্ছে ১৫ লক্ষ মানুষের। সক্রিয় রোগীর সংখ্যা কমে ৭ লক্ষের নিচে চলে এসছে। আপাতত দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুযায়ী আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৬৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৯০ জনের। দেশে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ৭৭ লক্ষ ৬১ হাজার ৩১২ জন। তবে স্বস্তির খবর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭৪ হাজার মানুষ।