TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

রামকৃষ্ণ মিশন খুললেও বন্ধ গেস্ট হাউজ

পূর্ব প্রতিশ্রুতিমতো রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল কার্যালয় বেলুড় মঠ খুলে গেল। দর্শনের নতুন সময় সকাল ৯-১১টা আর বিকেল ৪-৬টা। খুলে গেল কামারপুকুর, জয়রামবাটী সহ অন্যান্য বেশ কয়েকটি শাখাকেন্দ্রও। তবে কলকাতার অন্যতম জনপ্রিয় কেন্দ্র বাগবাজার মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয় বন্ধই আছে। মায়ের বাড়ির স্বল্প পরিসর জায়গায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলা অসম্ভব। তাই বন্ধ। বন্ধ আছে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্বাভাবিক কাজকর্মও। সেই সঙ্গে বন্ধ আছে বেলুড় কেন্দ্রের সমস্ত গেস্টহাউজ। স্থানীয় দর্শনার্থীরা দর্শন প্রণাম করে চলে আসতে পারবেন। কেউ গিয়ে কোথাও থাকতে পারবেন না।

আরো পড়ুন করোনা আক্রান্তদের মন ভালো করতে এবার নতুন দাওয়াই

তবে বেলুড়ে প্রবেশ করতে গেলে শরীরের তাপমাত্রা থাকতে হবে ৯৯ ডিগ্রি ফারেনহাইটের নীচে। মুখে মাস্ক বাধ্যতামূলক। আপাতত প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম, প্রসাদ গ্রহণ, আরতি দর্শন বন্ধ। প্রসাদ গ্রহণ আর আরতি দর্শন বন্ধ জয়রামবাটী, কামারপুকুর সহ মঠের সব কেন্দ্রেই।