TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা শহরে সামান্য মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরে বৃষ্টি জারী থাকলেও, দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রপাতযুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন করোনাতে রাজ্যে একদিনে মৃত ৩৯ জন, বাড়ছে আক্রান্তের সংখ্যাও

সকাল থেকেই উত্তরের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। মৌসুমি বায়ুর হিমালয়ের পাদদেশের অবস্থানের কারণে ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

ক্রমাগত উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার ফলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা এভাবে লাগাতার বৃষ্টি চলতে থাকলে পাহাড়ি এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাবে। সেইসঙ্গে রয়েছে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।