TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে ভর্তি শুরু , জেনে নিন বিশদে

কলকাতা, ২৮ অক্টোবর, ২০২০ঃ  করোনা আবহে সব বদলে গিয়েছে। পুজোর মধ্যেই স্নাতকস্তরের ফলাফল প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার স্নাতকোত্তর স্তরের ভর্তির দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এই মর্মে আজ একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম তোলা ও জমা দেওয়া যাবে। যদিও ভর্তির বাকি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে পরে।

PG-admission-16-10-20

সম্প্রতি শিক্ষামন্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে উপাচার্যের বৈঠকে ৬০-৪০ অনুপাত এর বদলে ৮০-২০ অনুপাতে ছাত্র ভর্তির কথা হয়েছে। উলেখ্য এবছর ফলাফলের নিরিখে বেড়েছে ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংখ্যা। সাধারণত বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ভর্তি করতে গেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ প্রবেশিকা পরীক্ষা নেয়। এবছর করোনা আবহে কিভাবে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাইরের ছাত্রছাত্রীদেরও নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া সম্ভব কিনা তা নিয়ে আলোচনা চলছে অধ্যাপকদের মধ্যে। লক্ষ্মী পুজোর পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ কিছুটা শুরু হলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতে পারে।