TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বীরভূমে উদ্ধার বোমার স্তূপ, মমতার নির্দেশে তৎপর পুলিশ

রাজ্যের সর্বত্র অভিযান চালিয়ে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেওয়ার পরই বীরভূমের মাড়গ্রাম থেকে দুশোটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, মারগ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে বোমাগুলি উদ্ধার হয়েছে৷ ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছ’টি বালতিতে বোমা গুলি রাখা ছিল। সূত্র মারফত খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। গতকালই বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে এসে দুষ্কৃতীদের বিরুদ্ধে আরও তৎপর হতে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ শুধু বীরভূম নয়, রাজ্যের সর্বত্র অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন তিনি। এর পরেই তৎপর হয় পুলিশ৷

 

রামপুরহাট ঘটনায় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধিদলের

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে জানান, আগামী দশদিন ধরে সব জেলার পুলিশ সুপার, সিপি-রা নিজেদের এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না৷ রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য এই দশদিন বিশেষ অভিযান চলবে৷