TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স চালককে দিতে হল রোগীরই কানের দুল!

সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুল্যান্সে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে খুলে দিতে হল রোগীরই সোনার কানের দুল। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের চিকিৎসার সুবিধার্থে সাংসদ বিধায়ক তহবিলের টাকায় অ্যাম্বুল্যান্সটি দেওয়া হয়েছিল। ওই রোগীর পরিবারের অভিযোগ, জামালপুর থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যেতে ১২০০ টাকা ভাড়া চান অ্যাম্বুল্যন্স চালক। দরাদরি করে ১১০০ টাকায় রাজি করানো হয়। এরপর অগ্রিম টাকা চান চালক। রোগীর পরিবারের কাছে কোনও টাকাই ছিল না। হাসপাতালে যাওয়া নিশ্চিত করতে তাই অসুস্থ মহিলার কান থেকে সোনার দুল খুলে দিতে বাধ্য হন তাঁরা।

এবার হোয়াটসঅ্যাপেই পাঠানো যাবে টাকা

গরীবদের পরিষেবা দিতে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুল্যান্স কেন টাকা ছাড়া ব্যবহার করা যাবে না, তা নিয়ে বিতর্ক শুরু হতেই জামালপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি মাহমুদ খান বিষয়টিতে হস্তক্ষেপ করেন৷ চালক দুল ফেরত দিয়ে দেয়৷ যদিও চালকের বক্তব্য, টাকা চাইতে রোগীর আত্মীয়রা স্বেচ্ছায় তাঁকে সোনার দুল দিয়েছিলেন।

এটিএম জালিয়াতি, নিউটাউন থেকে গ্রেফতার 3