স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা ইএসআইসি জরুরিকালীন চিকিৎসাক্ষেত্রে নিয়ম বদল করল৷ জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ইএসআই সুবিধা পেতে এবার থেকে কাছের যে কোন বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন।
বর্তমানে ESI প্রকল্পের আওতায় থাকা পরিবারকে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য কোন ইএসআই হাসপাতালে যেতে হয়। সেখান থেকে প্যানেলের বাইরে থাকা বেসরকারি হাসপাতালে রেফার করা হয় প্রয়োজনে৷
জে পি নাড্ডার কনভয়ে হামলায় আহত নেতারা; বিজেপিরই পরিকল্পিত, পাল্টা সুব্রতর
বোর্ডের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে যে কোনো বেসরকারি হাসপাতালেই ইএসআই এর সুবিধা পাবেন৷ হৃদ রোগের ক্ষেত্রে ইএসআই হাসপাতাল থেকে ঘুরপথে অন্য কোন হাসপাতালে যেতে হলে রোগীর জীবন বিপন্ন হতে পারে৷ তাই এখন থেকে যে কোন বেসরকারি হাসপাতালের জরুরি চিকিৎসার জন্য ভর্তি হতে পারবেন। প্যানেলভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য কোনো টাকা দিতে হবে না। প্যানেলের বাইরের হাসপাতালে আপনাকে শুরুতে টাকা দিতে হলেও পরে ইএসআই আপনাকে সেই টাকা ফিরিয়ে দেবে৷