TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জতুগৃহ’তে এক অন্য পরমব্রতকে দেখবেন দর্শক

আগামী বছর মুক্তি পাবে next-gen এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবি ‘জতুগৃহ’। পরিচালক সপ্তাশ্ব বসু। মুক্তি পেল এই ছবির টিজার। প্রাথমিক পর্যায়ে এই ছবির টিজার দর্শকদের মন কেড়ে নিয়েছে বলা যায়। এই ছবির প্রযোজক রক্তিম চ্যাটার্জী। মিউজিক ডিরেক্টর ডাববু। রহস্য রোমাঞ্চে ঘেরা জতুগৃহ।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে একেবারে অন্যরকম একটি চরিত্রে৷ যে লুক দর্শক দেখতে পাবেন এই ছবিতে তা অবশ্যই অভিনেতার জন্য চ্যালেঞ্জিং। একজন ৭০ বছর বয়সী যাজকের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ছবির শুটিং হয়েছে পাহাড়ে। কালিম্পং এর মনোরম দৃশ্য ও রোমহর্ষক ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তুলে ধরা হবে এ ছবির গা ছমছমে বিষয়টি।

আরো পড়ুন 

শক্তি সত্যি খুঁজতেন অবনীকে, ‘সারা কলকাতার লোক যা পারে’ তাই করতে চাইতেন উত্তমকুমার- জানেন কি?

পরমব্রত ছাড়াও জতুগৃহে অভিনয় করতে চলেছেন পায়েল সরকার, বনি সেনগুপ্ত এবং নবাগতা নায়িকা পিয়ালী চ্যাটার্জী। যদিও পায়েল সরকারের চরিত্র এখানে কিভাবে দর্শকদের কাছে ফুটে উঠবে তা অবশ্য এখনও জানা যায়নি। অন্যদিকে পরিচালক সপ্তাশ্ব বসু এই পরিচালনা নিয়ে খুবই আশাবাদী এবং পরমব্রতর চরিত্রটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। কারণ একটাই, এরকম চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়কে আগে কখনও অভিনয় করতে দেখা যায়নি।