TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

রাজ্যসভার অধিবেশন বয়কট বিরোধীদের

দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২০ঃ প্রথমে চা বয়কট পরে, অধিবেশন বয়কট বিরোধীদের। কৃষিবিল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যসভা। নয়া কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ডেরেক ও ব্রায়েন সহ আট বিরোধী দলের সাংসদ। এমনকি রুলবুক ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে। এই ঘটনার জেরে সাসপেন্ড করা হয় ডেরেক, দোলা সেন সহ আট সাংসদকে। এরপরেই তাঁরা ধর্নায় বসেন সংসদ চত্বরে। আজ ধর্না স্থলে চা নিয়ে হাজির হয়ে সৌজন্যতার নজির গড়েন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং। যদিও সেই চা পান করেননি বিরোধীরা।

আরও পড়ুন সাংসদদের ধর্নাস্থলে চা নিয়ে হাজির ডেপুটি চেয়ারম্যান

এবার রাজ্যসভার অধিবেশনও বয়কট করল বিরোধীরা। তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত বয়কট চলবে বলেই হুঁশিয়ারি দেন বিরোধীরা। নূন্যতম সহায়ক মূল্য নিয়ে চেপে ধরে বিরোধীরা। এই তিনটে দাবি নূন্যতম সহায়ক মূল্য নিয়ে। যদিও নূন্যতম সহায়ক মূল্য নিয়ে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বিরোধীদের দাবি নূন্যতম সহায়ক মূল্যের থেকে কম দামে কোনো বেসরকারি সংস্থা সবজি বা কৃষিপণ্য কিনতে পারবে না। এমনকি কোনও কেন্দ্রীয় সংস্থা বা ফুড কর্পোরেশন নূন্যতম সহায়ক মূল্যের কম দামে কোনো কৃষিপণ্য কিনতে পারবে না। স্বামীনাথম কমিটির ভিত্তিতে মূল্য নির্ধারন করতে হবে। এই তিনটে দাবি নিয়ে একটি বিল পাশ করার কথা জানিয়েছেন বিরোধীরা। এই দাবিগুলো পূরণ করা না হলে বয়কট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীরা।