TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনাজয়ী হলে তবেই মিলবে চাকরি, বিজ্ঞপ্তি নিয়ে জোর চর্চা

কলকাতা, ১ ডিসেম্বর, ২০২১ঃ শিক্ষাগত যোগ্যতার বিচারে চাকরি হয় কিন্তু চাকরি পেতে গেলে করোনাজয়ী হতে হবে, এমন বিজ্ঞপ্তিতে রীতিমত চর্চা শুরু হয়েছে। কলকাতা ট্রপিক্যাল মেডিসিনে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ডেটা কালেক্টরের কাজ, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারে বেসিক সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এই অবধি ঠিকই আছে। কিন্তু এর সঙ্গেই বলা হয়েছে প্রার্থীকে করোনাজয়ী হতে হবে। কিন্তু কেন এই অদ্ভুত শর্ত?

আরও পড়ুন কল্পতরু উৎসবের দিনে ভিড় জয়রামবাটির মাতৃ মন্দিরেও

এই প্রসঙ্গে কর্তৃপক্ষের জবাব মূলত করোনা ওয়ার্ডে কাজ করতে হবে। তাই করোনা হয়ে গেলে তাঁর শরীরে অ্যান্টিবডি থাকবে। আক্রান্ত হওয়ার ভয় কম থাকবে। যদিও চিকিৎসকদের একাংশের মতে একবার করোনা হলে ফের হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই বিজ্ঞপ্তি ভিত্তিহীন। ১৫ হাজার টাকা বেতনের ভিত্তিতে কনট্র্যাকচুয়ালে তিনটি পদে নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কম্পিউটারের সার্টিফিকেট, ফোন নম্বর, মেইল আইডি সহ সিভি জমা করতে হবে ট্রপিক্যাল মেডিসিনে রাখা ড্রপ বক্সে। সিভি দেখে বাছাই করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।