Home বঙ্গ কল্পতরু উৎসবের দিনে ভিড় জয়রামবাটির মাতৃ মন্দিরেও

কল্পতরু উৎসবের দিনে ভিড় জয়রামবাটির মাতৃ মন্দিরেও

by banganews

বঙ্গ নিউস, ১ জানুয়ারি, ২০২১ঃ 1886 সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই দিনকে স্মরণ করে প্রতি বছর পয়লা জানুয়ারি আয়োজিত হয় কল্পতরু উৎসবের । এই দিন সকাল থেকেই অনেকেই ভিড় করছেন রামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুরে । এই বছর কোভিডের নিয়ম মেনে ভিড় যেমন হয়েছে তেমনই নিয়ম মেনে হয়েছে কল্পতরু উৎসব।

আরও পড়ুন টাইম টেবিল বিক্রিতে চার কোটি টাকার গড়মিল, তাজ্জব রেলকর্তারা

কামারপুকুরের কাছেই বাঁকুড়া জেলার জয়রামবাটিতেও সকাল থেকে ই ভিড় ভক্তদের । জয়রামবাটিতে 1853 সালের 22 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণদেবের স্ত্রী মা সারদা। তাঁর জন্মস্থান ঘিরে তৈরি হয় যে মন্দির তা পরিচিত ‘ শ্রী শ্রী মাতৃ মন্দির’ নামে । যে ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তা এখন নতুন ভাবে করা হয়েছে । এই বাড়ি পরিচিত মায়ের নতুন বাড়ি বলে । এখানে আছে মা সারদার শ্বেত পাথরের তৈরি মূর্তি ।
কামারপুকুর ঘুরে এদিন সকাল থেকে ই অনেকেই আসেন মাতৃ মন্দিরে মা সারদাকে শ্রদ্ধা নিবেদন করে বছরের প্রথম দিনে মায়ের আশীর্বাদ নিতে ।
এই দিনে এখানে যারা আসেন তাদেরকেও মানতে হয়েছে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি ।

You may also like

Leave a Reply!