TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনায় চলে গেলেন বাংলার প্রথমসারির অঙ্কোলজিস্ট

করোনার বলি হলেন বাংলার আরও এক উল্লেখযোগ্য চিকিৎসক। রাজ্যের স্বনামধন্য ক্যানসার বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ বসু (৭০) চলে গেলেন আজ।
আর জি কর হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক দু’সপ্তাহ ধরে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। অবশেষে শনিবার রাতে হার মানল চিকিৎসকদের সমস্ত চেষ্টা। চলে গেলেন এ রাজ্যের আধুনিক ক্যানসার চিকিৎসার অন্যতম পথিকৃৎ, বর্ষীয়ান মানুষটি।
 নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র অভিজিৎ বসুর কেবল নিজের বিষয়ে নয়, চিকিৎসার বাইরেও অন্যান্য নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল। নাটক, অভিনয়, নির্দেশনা সহ শিল্পের নানান শাখার সঙ্গে জড়িত ছিলেন!
আরও পড়ুন :  রাম, গোলমরিচের গুঁড়ো, আর আধভাজা অমলেট, ভাইরাল কংগ্রেস নেতার করোনা টোটকা
অভিজিৎবাবুর পাশাপাশি তাঁর পরিবার, চিকিৎসক সন্তানেরও কোভিড সংক্রমণ হয়। অসুস্থতা বাড়লে অভিজিৎবাবুকে ভর্তি  করা হয় হাসপাতালে। কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরেও, ভেন্টিলেশন সাপোর্ট ও আধুনিক ওষুধ ব্যবহার করেও বাঁচানো যায়নি তাঁকে।
অভিজিৎবাবুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার চিকিৎসক মহলে।