TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পলিটিক্যাল ড্রামাতে নুসরত

তার মন কি বাত্- ফুটে ওঠে ইনস্টাগ্রামের স্ট্যাটাস কি বাতে। অভিনেত্রীর মনের অবস্থা খুব সহজেই বুঝতে পারা যায় তার স্ট্যাটাস আপডেট দেখে। বুঝতেই পারছেন আমরা স্বল্পভাষী, সদা মিষ্টিভাষী অভিনেত্রী নুসরত জাহানের কথা বলছি। সমাজের কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক আগেই তিনি স্পষ্ট করে দিয়েছেন তার জীবন তিনি নিজের মতন করে বাঁচার সম্পূর্ণ অধিকার রাখেন তাই অযথা অন্যের কথাকে আমল না দিয়ে নিজের মতন করে পথ চলাতেই বিশ্বাসী তিনি। এগিয়ে চলার নামই জীবন আর জাজমেন্টের আরেক নাম হলো সমাজ। সদ্যই শুরু হয়েছিল অভিনেত্রী নুসরত জাহানের নতুন যাত্রা। একটি বেসরকারি রেডিও স্টেশনে সঞ্চালনার ভূমিকায় তিনি। আবার আগামীকালই হবে অভিনেত্রী নুসরত জাহানের আসন্ন ছবি ‘মাস্টার মশাই আপনি কিছু দেখেননি’র (Mastermoshai Apni Kichu Dekhenni) শুভ মহরত। ছবির নাম শুনেই বুঝতে পারছেন এই ছবি আসলে একটি পলিটিক্যাল ড্রামা। মূলত ছাত্র রাজনীতির ওপর নির্মিত হতে চলেছে।ছবির গল্প লিখেছে মোমো।
অনেকদিন পর ছাত্র রাজনীতির ওপরে একটি ছবির ভাবনার জন্য গল্পের লেখকের মোমো এবং পরিচালক শিলাদিত্য মৌলিকের সাহস কে কুর্নিশ জানাতেই হয়। যা। প্রসঙ্গত উল্লেখ্য মোমোর(Momo) ভাবনায় প্রথম গল্প চিনেবাদামের শুটিং শেষ হয়েছে সদ্যই। কলকাতা, উত্তরবঙ্গ এবং কাশ্মীর জুড়ে হয়েছে চিনে বাদাম-এর(Cheene Badam) শুটিং। চিনাবাদামের পরিচালক শিলাদিত্য মৌলিক-ই(Shieladitya Moulik) ‘মাস্টার মশাই আপনি কিছু দেখেননি’ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বেঁধেছিলেন এনা সাহা(Ena Saha) এবং যশ দাশগুপ্ত(Yash Dasgupta)। প্রযোজনা দায়িত্বে রয়েছে টলিউডের সর্বকনিষ্ঠ প্রযোজক এনা সাহা। তবে সবচেয়ে বড় চমক হল এই ছবিতে নুসরাত জাহান এর বিপরীতে বহুদিন পর আমরা বড় পর্দায় দেখতে পাবো অভিনেতা এবং যশ দাশগুপ্তকে। কিন্তু তারই মধ্যে অকারণে অন্যের ব্যাপারে নাক গলিয়ে নিজেদের মতন করে ভুল মন্তব্য ছুড়ে দিয়ে থাকেন তাদেরকে একহাত নিলেন নুসরত। অভিনেত্রীর ইনস্টাগ্রামের স্টোরি বলছে তিনি নিজেকে ও নিজের মুখকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন, সেইসব মানুষের থেকে যারা কটাক্ষ করে হামেশাই বাজে কথা বলে থাকেন।
তবে বাজে কথায় কান না দিয়ে আপাতত সংসার এবং আসন্ন ছবির শুটিং এই মন দিয়েছেন তিনি।