TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিবেকানন্দ স্কলারশিপ এবার ছাত্রছাত্রীদের হাতের মুঠোয়

করোনা  আবহে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা কোন বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।  পরিবর্তে পূর্ববর্তী শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে৷
প্রতিটি পরীক্ষাতেই এই বছর  পাশের হার ছিল ১০০%।  এই বছর ৯০% এর উপর নম্বর পেয়েছে রাজ্য সরকারের তরফে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার।  কিন্তু প্রত্যেক বছরের মত সামনাসামনি অনুষ্ঠান করা সম্ভব হয়নি।  তার পরিবর্তে অনুষ্ঠান হয়েছে ভার্চুয়ালি।  নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ১৭০০ জন ছাত্রছাত্রী আমন্ত্রণ পেয়েছিলেন।  তাদের প্রত্যেককে ল্যাপটপ উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।  শুধু তাই নয় এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি জানালেন, এবার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে বিবেকানন্দ স্কলারশিপ।উচ্চ শিক্ষার বিস্তারে বৃত্তি পাওয়ার নিয়ম কে কিছুটা শিথিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা।