TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কলকাতার পুজোকে পথ দেখাচ্ছে কলকাতার মেট্রো

কলকাতা, ১৮ সেপ্টেম্বর, ২০২০: কলকাতার এবছরের দুর্গাপুজো মেট্রো রেলের কাছে ঋণী হয়ে থাকতেই পারে। মেট্রোর দেখাদেখি ভিড় সামলানোর নতুন পথের সন্ধান মিলে গেছে। শহরের বড় পুজোর উদ্যোক্তাদের এবার দরকার মুখ্যমন্ত্রীর সিলমোহর।
বড় পুজো মানেই তার সামনে মানুষের ঢল সমস্ত স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখাবেই, জানা কথা।

আরো পড়ুন – পুজো থেকে বঞ্চিত নয় কেউ, আশ্বাস মমতার
মণ্ডপের সামনে মানুষের জমায়েতকে নিয়ন্ত্রণ করার রাস্তা দেখিয়েছে মেট্রোরেল। কীভাবে? কলকাতা মেট্রোর দেখাদেখি শহরের বড় পুজোর উদ্যোক্তারা ই পাস চালু করতে ইচ্ছুক। প্রতিমাদর্শনের আগে ইচ্ছুক দর্শকদের ই পাস নিতে হবে আগাম। বড় পুজো কমিটিগুলোর নিজস্ব ওয়েব অথবা নতুন তৈরি অ্যাপ থেকে ই পাস পাওয়ার বন্দোবস্ত করা হবে।

আরো পড়ুন – পুজোর আগে কৃষক ও মৎস্যজীবীদের ২ হাজার টাকা ভাতা রাজ্য সরকারের
আগামী ২৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজো কমিটিগুলোর মিটিং। পুজোয় ভিড় নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি পালন নিয়ে সিদ্ধান্ত হতে পারে সে মিটিংয়ে। তার আগেই ই পাসের দিকে উদ্যোক্তাদের পাল্লা ভারী।