TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শহরে করোনায় মৃত সাড়ে চার হাজার পরিবারকে ক্ষতিপূরণ দিল কলকাতা পৌরসভা

আদালতের নির্দেশে করোনায় মৃত প্রায় সাড়ে চার হাজার পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিল কলকাতা পৌরসভা। বাকি আছে এখনও প্রায় হাজার খানেক পরিবার। জানা গিয়েছে, করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র জানিয়েছিল করোনা পরিস্থিতিতে কোনওভাবেই ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। শেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রতি পরিবারকে কমপক্ষে ৫০ হাজার টাকা দিতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে বলেছে, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

কলকাতা পৌরসভা সূত্রে খবর, কলকাতায় করোনায় মৃতদের পরিবারের বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র দিচ্ছিলেন স্বাস্থ্য কর্মীরা। অনেকেই অনলাইনে আবেদনপত্র জমা দেন। কলকাতা পৌরসভার তালিকা অনুসারে শহরে করোনায় মৃত প্রায় ৫,৫০০ জন। তার মধ্যে ৪,৬০০ আবেদন স্বাস্থ্য বিভাগ নথি খতিয়ে দেখে অনুমোদন দিয়েছে।

 

নতুন জার্সি উদ্বোধন কলকাতা নাইট রাইডার্সের

অনলাইনে বেশকিছু আবেদন জমা পড়েছে। তবে এখনও পর্যন্ত প্রায় হাজার খানেক লোকজন এই টাকা পাননি। পৌরসভা সূত্রে জানা যাচ্ছে, অনেকেই নিয়ম মেনে আবেদন করেননি। আবার অনেকের বাতিল হয়েছে। আবেদন পেলে তার নথি থাকলে তবেই টাকা দেওয়া সম্ভব। তবে বাকিদের দ্রুত টাকা দিয়ে দেয়া হবে বলেও জানা গিয়েছে ৷