TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ইস্তফায় অনড় করণ জোহর

লাগাতার আক্রমণ ও সমালোচনার ঘা সইতে না পেরে একের পর সিদ্ধান্ত নিচ্ছেন করণ জোহর। নিজের টুইটার হ্যান্ডলে তো ১৪ জুনের পর থেকে একটাও পোস্ট করেননি। ইনস্টাগ্রামে নিজের কমেন্ট সেকশনকেও বন্ধ করে রেখেছেন। যাতে কেউ কোনও কমেন্ট না করতে পারেন। এরপরও করণ নিতে চলেছেন বড়সড় পদক্ষেপ।
আরও পড়ুন : করোনা সংক্রমণের জেরে বন্ধ রেল পরিষেবা
 মামি (মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ)-এর অধিকর্তার পদ থেকে পদত্যাগ করতে চলেছেন।
সূত্রের খবর, করণ জোহর তাঁর পদত্যাগপত্র মামি বোর্ডের পরিচালক স্মৃতি কিরণকে ইমেল করেছেন। মামি বোর্ড সভাপতি, তথা করণের বান্ধবী দীপিকা পাডুকোন বারবার তাঁকে বোঝাবার চেষ্টা করে চলেছেন এ ব্যাপারে।
আরও পড়ুন : প্রয়াত হলেন ‘মেমসাহেব’ এর স্রষ্টা
কিন্তু করণ এখনও অনড়। প্যানেলে করণ জোহরের পাশাপাশি রয়েছেন, বিক্রমাদিত্য মোতওয়ানে, সিদ্ধার্থ রায় কাপুর, জোয়া আখতার, কবীর খান।
খবরে আরও প্রকাশ, করণ জোহরকে নিয়ে লাগাতার বিতর্কের জেরে হয়তো অচিরেই বন্ধ করে দেওয়া হবে ‘কফি উইথ করণ’ শো।