TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এ মাসেও উড়বে না আন্তর্জাতিক বিমান

আগামী ৩১ জুলাই অবধি বন্ধ থাকবে ভারতের যাত্রীবাহী অান্তর্জাতিক বিমান চলাচল। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে দিল ডিজিসিএ (দ্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)। তবে কয়েকটি বাছাই করা নির্দিষ্ট রুটে প্রয়োজনভিত্তিক বিমান চলাচল করতে পারে বলেও জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন : আকর্ষণীয় ফিচারে সেজে উঠছে হোয়াটস্যাপ
প্রসঙ্গত ২০ জুন তারিখে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, আন্তর্জাতিক রাষ্ট্রগুলি যতক্ষণ না তাদের নিজের নিজের আকাশ-সীমানা খুলে দিচ্ছে, ততদিন অবধি কোনও আন্তর্জাতিক বিমান চালানো সম্ভব নয়।
‘যতদিন না বাইরের দেশ বিমান চলাচলে সম্মতি জানাচ্ছে, বিমান ওঠানামার অনুমতি দিচ্ছে, ততদিন অবধি আমরা একতরফাভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারি না,’ জানিয়েছিলেন মন্ত্রী হরদীপ সিং পুরি।