TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হচ্ছে দিল্লিতে

করোনা আক্রান্তদের চিকিৎসায় এই প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হচ্ছে ভারতে। দিল্লিতে। বসন্ত কুঞ্জে অবস্থিত ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স প্রাঙ্গনে গড়ে উঠছে এই ব্যাঙ্ক। ইতিমধ্যেই যেসব করোনা আক্রান্ত মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের সেই ব্যাঙ্কে প্লাজমা দান করার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা চিকিৎসায় প্লাজমাথেরাপির গুরুত্ব অপরিসীম। করোনা কাটিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের রক্তেই মেলে সেই প্রয়োজনীয় প্লাজমা।

আরও পড়ুন :  করোনার প্রতিষেধক নিয়ে আশার আলো দেখালেন থাইল্যান্ডের বিজ্ঞানীরা

এই প্লাজমা ব্যাঙ্ককেন্দ্রিক এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্লাজমা দান করতে ইচ্ছুকদের এই ব্যাঙ্ক অবধি আসা এবং ফেরার সমস্ত ব্যবস্থা করে দেবে দিল্লি সরকার।
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও বলেছেন, আগামী দু দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে এ দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্ক।
প্রসঙ্গত উল্লেখ্য করোনার চিকিৎসায় এখনও অবধি ২৯ জনের ওপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে দিল্লিতে। তার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক।